২১ আগস্ট গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু নিহত: ছাত্রলীগ নেতার বক্তব্যে তোলপাড়

0

কুমিল্লায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় সোহাগ গাজী নামে এক ছাত্রলীগ নেতার বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

সোহাগ গাজী কুমিল্লার লালমাই উপজেলার লালমাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তিনি লালমাই সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

সম্প্রতি তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমাদের আজকের ২১ আগস্ট, ২০০৪ সালে গ্রেনেড হামলায় বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।

এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত একজন বলেন, আরে ভাই বঙ্গবন্ধু সেদিন মারা যায়নি, বঙ্গবন্ধু আগেই মারা গেছেন। এটা শুনে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ গাজী ‘তাদের পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি’ বলে তার বক্তব্য দ্রুত শেষ করে দেন। এ সময় লালমাই কলেজ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তার বক্তব্যের ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের তোপের মুখে পড়েছেন তিনি। বাধ্য হয়ে বুধবার (২৪ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে ভুল স্বীকার করার পরিবর্তে এটা বিএনপির ষড়যন্ত্র বলে জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com