পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত তাকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে।
ইমরান খান সশরীরে এটিসি বিচারক রাজা জাওয়াদ আব্বাসের আদালতে হাজির হলে শুনানির পর তার জামিন মঞ্জুর করা হয়।
গত ২০ আগস্ট রাজধানীর একটি জনসভায় একজন বিচারপতি এবং সিনিয়র পুলিশ কর্মকর্তাদের প্রতি হুমকি দেয়ার পর তার বিরুদ্ধে ওই এজহার দায়ের করা হয়।
আদালতে ইমরান খানের আইনজীবী বলেন, তার মক্কেলকে ‘রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন’ করার জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
সূত্র : জিও নিউজ, দি নিউজ ইন্টারন্যাশনাল