আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরি চাই: চা বাগানের শ্রমিকরা

0

সারা দেশের ন্যায় ন্যায্য মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ার ছয়টি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি, ভুখা মিছিল ও উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার বেলা ৩টার দিকে কুলাউড়া কালিটি, রাঙ্গিছড়া ও মুড়ইছড়াসহ ছয়টি চা বাগানের প্রায় সহস্রাধিক শ্রমিকরা ভুখা মিছিল নিয়ে সাত কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান। সেখানে তারা ৩০০ টাকা মজুরি দ্রত বাস্তবায়নের দাবি জানান।

শ্রমিকরা তাদের বক্তব্যে জানান, প্রতি বছর নতুন মজুরি বাস্তাবয়নের কথা থাকলেও ১৯ মাসেও নতুন মজুরি নির্ধারণ হয়নি। সরকার ও বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে এতদিন পার করেছেন। আমরা আন্দোলনে নেমেছি আমাদের ন্যায্য মজুরি ৩০০ টাকা বাস্তবায়নের। গত কয়েক দিনে শুধু আলোচনাই হয়েছে। আমাদের মজুরি বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের পরিশ্রমের ন্যায্য মজুরি চাই, আশ্রাস নয়। নাহলে এভাবে রাস্তায় বসে আমাদের দাবি আদায়ের আন্দোলন আরো কঠোরভাবে চালিয়ে যাবো।

চা শ্রমিক নেতা ও কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক স্বপন নাইডু বলেন, অবহেলিত এই চা শ্রমিকদের কষ্ট দুর্দশা কেউ বুঝতে পারবেন না, যদি স্বচোক্ষে না দেখেন। চা শ্রমিকরা এখনো ভূমির অধিকার পায়নি। ১২০ টাকা মজুরি আর সপ্তাহের কিছু রেশন পেয়ে কাজ করতে হয়। অনেক শ্রমিক সকালে পানি খেয়ে কাজে বের হন। ঘরে খাবার থাকে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com