দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, ছেলেকে বিক্রির জন্য বাজারে তুলছেন মা: ডা. শাহাদাত

0

‘সরকারের হঠকারী সিদ্ধান্তে দেশে জ্বালানির তেলের দাম বাড়ানোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি। এ ঊর্ধ্বগতির কারণে দেশে নীরব দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। এ সংকট সরকার নিজেই তৈরি করেছে। যার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে সন্তানকে খাওয়াতে না পেরে বাজারে বিক্রির তুলছেন মা।’

গতকাল সোমবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরের ১৪নম্বর লালখান বাজার ওয়ার্ডের ডেবার পাড় ‘সি’ ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, এ সরকারের নির্যাতন, নিপীড়ন ও নিষ্পেষণে নিষ্পেষিত হয়ে দোজখ খানায় আছে মানুষ। সাধারণ মানুষ ঠিকমতো দুবেলা খেতে পারছে না। অন্যদিকে, সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন— আমরা বেহেশতে আছি, ‘নাউজুবিল্লাহ’। যারা প্রতিনিয়ত দেশবাসী সঙ্গে মিথ্যাচার করে তাদের এ দেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com