খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্যের উদ্বেগ প্রকাশ #FreeKhaledaZia #খালেদাজিয়ারমুক্তিচাই

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পিল বেনিয়ান ও মোহাম্মদ সাফাক। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ২টার দিকে একটি ভিডিওবার্তায় তারা উদ্বেগ প্রকাশ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং-এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, ভিডিও বার্তায় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টের সংসদ সদস্য পিল বেনিয়ান বলেছেন, ‘বাংলাদেশের কারাগারে থাকা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা শুনেছি বাংলাদেশি আইন অনুসারে যে উপযুক্ত চিকিৎসা সেবা পাওয়ার কথা, তা তিনি পাচ্ছেন না। বিষয়টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নজরে আনা হয়েছে এবং সংস্থাটি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এই সপ্তাহে আমরা বিষয়টি এখানে পার্লামেন্টে তুলে ধরবো। কারণ আমরা মনে করি, তার উপযুক্ত চিকিৎসা পাওয়া উচিত।’

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্যের উদ্বেগ

শায়রুল কবির খান জানান, ইউরোপীয় ইউনিয়নের ওই দুই সদস্যের সঙ্গে বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ছিলেন। এ বিষয়ে ইকবাল হোসেন বাবু বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকা স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাই আমরা ইউরোপিয়ান ইউনিয়নের বহির্দেশীয় পদক্ষেপ শাখায় একটি চিঠি দিয়েছি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপির প্রধান। আগামী ৮ ফেব্রুয়ারি তার কারাবন্দিত্বের দুই বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে রাজনৈতিকভাবে নানা কর্মসূচির কথা চিন্তা করছে বিএনপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com