শাকিব খানের বিরুদ্ধে প্রযোজকের অভিযোগ

0

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। পুরোনো ছবি ‘একটু প্রেম দরকার’র শুটিংয়ে অবহেলা, সময় না দেয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই অভিযোগ পাঠালেন প্রযোজনা প্রতিষ্ঠানটি।

শাপলা মিডিয়া অভিযোগপত্রে উল্লেখ করে, ‘একটু প্রেম দরকার’ সিনেমাটিতে আপনাকে পারিশ্রমিক বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ সাপেক্ষে ২৬ জুলাই ২০১৮ তারিখে আপনি মহরতে অংশ নিয়েছিলেন। এটি মুক্তির দেয়ার কথা ছিলো একই বছরের ১৫ ডিসেম্বর। কিন্তু, আপনি নিয়মিত কল টাইমের ৪ থেকে ৫ ঘণ্টা পরে আসতেন। কোনোদিন আসতেনও না। আপনার এই সকল কার্যকলাপের পরে সিনেমাটিতে অতিরিক্ত এক কোটি টাকা খরচ বেড়েছে। কিন্তু, এখন পর্যন্ত সিনেমার ডাবিংয়ে আপনি অংশ নেননি।

প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান বরেন, দুই থেকে তিন দিন ডাবিং করলেই কাজ শেষ হয়ে যাবে। অথচ দুই মাস ধরে চেষ্টা করেও আমরা শাকিবের সময় পাই নাই।

জানা যায়, নোটিশটি অভিযুক্ত শাকিব ছাড়াও অনুলিপি পাঠানো হয় তথ্য মন্ত্রণালয়; সচিবালয় ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব; বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক; পরিবেশক; পরিচালক ও শিল্পী সমিতি বরাবরও এর অনুলিপি পাঠানো হয়।

‘একটু প্রেম দরকার’ সিনেমাতে শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। শাকিব আর বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলা।

নির্মাতা শাহীন সুমন আর নায়ক শাকিব খান জুটির ২১তম চলচ্চিত্র এটি। এর আগে, বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই জুটি।

সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ সিনেমাতে অভিনয় করে শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত ‘লাভ ম্যারেজ’; ‘নষ্ট’; ‘খোদার পরে মা’; ‘মনে বড় কষ্ট’; ‘একবুক জ্বালা’; ‘টাইগার নাম্বার ওয়ান’; ‘সন্তান আমার অহংকার’ সিনেমাগুলো উল্লেখযোগ্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com