দীপাবলিতে দুই বউকে কী উপহার দিলেন মুকেশ-নীতা
পারিবারিক দায়দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখতে চান না মুকেশ এবং নীতা অম্বানী। শুধু বাবা-মা হিসাবে নয়, শ্বশুর-শাশুড়ি হিসাবেও মুকেশ এবং নীতা যে কতটা দায়িত্ববান, সেটা স্বীকার করতে দ্বিধা করেন না অম্বানী বাড়ির জামাই-বউরা। ভালবাসা, স্নেহ, উপহারে নীতা-মুকেশ যেমন নিজেদের সন্তানদের ভরিয়ে রাখেন, ঠিক একই জিনিস প্রাপ্য হয় সে বাড়ির বউদেরও।
শ্লোকা এবং রাধিকা অম্বানী বাড়ির বউ। শাড়ি-গয়না, প্রয়োজনীয় জিনিসপত্র কোনও কিছুরই অভাব নেই তাদের। তবু নীতা-মুকেশ চান তার বউদের মুখে যেন সব সময় হাসি থাকে। তাই যেকোনো উৎসবেই তাদের জন্য আগে উপহার কেনেন। এ বারও তার ব্যতিক্রম হয়নি। এই উৎসবের মরসুমে বড় বউমা শ্লোকাকে তাই উপহার দিয়েছেন ‘এল’ইনকম্পেরেবল্’ হিরের গলাজোড়া নেকলেস। এই হিরে বিশ্বের সবচেয়ে নিখুঁত হিরে। ৪০৭.৪৮ ক্যারেট হলুদ হিরে দিয়ে তৈরি এই হারের দাম ৬৪০ কোটি টাকা।
আর ছোট বউমা কী পেলেন? সদ্য বিয়ে হয়েছে রাধিকার। হিরে-জহরতে তার অলঙ্কারের ভান্ডার পরিপূর্ণ। তাই ছোট বউকে গয়নার বদলে গোটা ৩০০ স্কোয়্যার ফুটের একটি বাংলো কিনে দিয়েছেন নীতা-মুকেশ।