দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক ব্যবসায়ী সাইফুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী ডিগ্রির চর এলাকার নুর কাশেম আলীর ছেলে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে বলেন, মাদক মামলা ও পুলিশের ওপর হামলার আসামি সাইফুল ইসলাম ভারতীয় সীমান্ত থেকে পালিয়ে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীরা খবর পেয়ে সংঘবদ্ধ হয়ে ভেলাবাড়ী ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায়। এমন সময় পুলিশ আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় এক এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তারর করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইফুলের বিরুদ্ধে থানায় ২টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.