অনেক স্বচ্ছল পরিবারে পৌঁছে যাচ্ছে সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল
ঠাকুরগাঁওয়ে অনেক স্বচ্ছল পরিবারে পৌঁছে যাচ্ছে সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল। আর এসব স্বচ্ছল পরিবারকে সুবিধা দিতে গিয়ে তালিকা থেকে বাদ পড়েছে অনেক অস্বচ্ছল ও অসহায় পরিবার।
মঙ্গলবার (৯ আগস্ট) সদর উপজেলার জামালপুর ইউনিয়নে দেখা গেছে, সরকারের খাদ্য কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চালের আগের কার্ডধারী ২০০ জনের বেশি সুবিধাভোগীর নাম বাদ দিয়েছেন চেয়ারম্যান। যাদের মধ্যে রয়েছেন শ্রমিক, মজুর, প্রতিবন্ধী ও বিধবা।
দেখা যায়, নতুন তালিকায় তপন নামক এক সুবিধাভোগীর বসবাস পাকাবাড়িতে। নিজের বড় ব্যবসা থাকার কথা নিজ মুখেই বেশ গর্বের সঙ্গে স্বীকার করলেন তিনি।
এছাড়াও তালিকার অনেক সুবিধাভোগী নিয়ম বহির্ভূতভাবে সরকারের খাদ্য কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চালের সুবিধা ভোগ করছেন।
এই বিষয়ে শীবগঞ্জ বাজারে দলবদ্ধভাবে অভিযোগ করেছেন চাতাল শ্রমিক শহিদুল ইসলাম, দিনমজুর শাহেদ আলী, মামুন, বাসুদেবসহ অনেকে। এছাড়াও অভিযোগ রয়েছে প্রতিবন্ধী সুমনের পরিবারেরও।