সেই যুবলীগ নেতা জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল

0

যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এ সংক্রান্ত জেলা প্রশাসকের চিঠিতে জানানো হয়, মোস্তফা মনিরুজ্জামান জুয়েল তার নামে ইস্যু করা পয়েন্ট ২২ বোর রাইফেল (জিএসজি-৫ মডেল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেতিবাচকভাবে প্রদর্শন করেন।

জার্মানির তৈরি এই অস্ত্রটি প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখানোয় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় হতে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি বাতিল করা হলো।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন এবং ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ ২৫ (ক) এবং অস্ত্র আইন ১৮৭৮এর ১৮ (ক) ধারা অনুযায়ী এটি বাতিল করা হয়।

এর আগে ১৪ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা শাহ জালাল মজুমদারের ওপর হামলা করেন মনিরুজ্জামান জুয়েলসহ কয়েকজন। এরপর যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের অস্ত্রসহ দুটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। ওই ছবিগুলো নিয়ে জেলাজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com