আইনজীবীদের পিঠা উৎসব

0

শীতের পড়ন্ত বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হল আইনজীবীদের পিঠা উৎসব। মঙ্গলবার বিকেলে শীতের পিঠার সাদ নিতে আসেন কয়েকশ’ আইনজীবী। সব দল ও মতের আইনজীবীরা একত্রে পিঠা খেতে বসেন। পিঠা উৎসব এক পর্যায়ে আইনজীবী মিলন মেলায় পরিণত হয়। সমিতির সাবেক ইসি মেম্বার মোহাম্মদ আইয়ুব আলী আশ্রাফীর আয়োজনে পিঠা উৎসবে অংশ নেন সব শ্রেণীর আইনজীবী।

সমিতির তৃতীয় তলায় অলিম্পিয়ার রেস্টুরেন্টের সামনে এই পিঠা মেলা উদ্বোধন করেন প্রবীণ আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ কে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শাহ মনজুরুল হক, আবদুর নুর দুলাল, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামিল আখতার এলাহী, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাছির উদ্দিন সম্রাট, শাহ আহমেদ বাদল, সাইফুর রহমান, আনিছুর রহমান খান প্রমুখ।

বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আইনজীবী পিঠা উৎসবে এসে পিঠার স্বাদ দেন। এ বিষয়ে আইয়ুব আলী আশ্রাফী বলেন, প্রতিবছর তিনি এধরণের আয়োজন করবেন। বিপুল সংখ্যক আইনজীবী পিঠা উৎসবে অংশ নেয়ায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সহ-সম্পাদক প্রার্থী হিসেবে সবার দেয়া চান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com