নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদল নেতার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা বাবু ও তার মায়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৬ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম হাবিবপুর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয়। এসময় মাসুদ রানা বাবু ও তার মাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মাসুদ রানার বড় ভাই মো. সানাউল্লাহ রনি বাদী হয়ে একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোরবানপুর গ্রামের মো. রাসেল মিয়ার সঙ্গে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বাবুর দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে মো. রাসেলের নেতৃত্বে কমল হক, তাহের আলী, ইব্রাহিম, জাহিদ, সুধীর, ইমরান, মাহফুজ, টিপু, রানা, লুৎফর, সজীব, শরীফসহ অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
আহত মাসুদ রানা বাবু জানান, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে।