জনগণের টাকা লুট করতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: এনপিপি

0

জনগণের টাকা লুট করতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।

আজ শনিবার (৬ আগস্ট) যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন তারা।

জ্বালানির মূল্যবৃদ্ধির নিন্দা জানিয়ে এনপিপির এ দুই নেতা বলেন, দফায় দফায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক সে মুহূর্তে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে। দেশে পেট্রল ও অকটেন আমদানি করতে হয় না বলা হলেও এখন জ্বালানির দাম বাড়ানো হলো। মূলত টাকা লুট করতেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে। অবিলম্বে জনস্বার্থে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com