পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা যুবলীগ নেতার

0

পুলিশ পরিচয়ে ছিনতাই করার অভিযোগে উপজেলা যুবলীগ নেতা রাহাত খান রুবেলকে (৩২) আটক করেছে তাড়াশ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

শুক্রবার রাতে সিরাজগঞ্জের তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী নামক স্থানে ছিনতাইয়ের চেষ্টাকালে ৯৯৯-এর ফোন পেয়ে তাকে আটক করে তাড়াশ থানা পুলিশ।

আটককৃত রাহাত খান রুবেল (৩০) উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও তাড়াশ পৌরসভার খান পাড়া বেল্লাল হোসেন খানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের তিন যুবক তাড়াশ থানার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ে খেয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। বেড়খালী নামক স্থানে পৌঁছানোর পর রুবেল তাদের মোটরসাইকেল আটক করে নিজেকে তাড়াশ থানার (এসআই) রুবেল হিসেবে পরিচয় দেয়। ওই সময় বলেন, আমি এসআই রুবেল। তোদের কাছে মাদক আছে। হয় আমার সাথে থানায় চল্ না হয় ১০ হাজার টাকা দে, এই বলেই তিনি মোটরসাইকেলের চাবি নিয়ে নেন।

এ সময় মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে টাকা নেই জানিয়ে বাড়িতে ফোন করে আনার কথা বলে ৯৯৯ নম্বরে কল দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ও রাহাত খান রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com