রহস্যমৃত্যু ঘটল তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার সহ-প্রধানের

0

তাইওয়ান সীমান্তের খুব কাছে চীনা বাহিনীর যুদ্ধ মহড়া চলছে। এই আবহেই রহস্যমৃত্যু ঘটল তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার সহ-প্রধানের। তাইওয়ানের সরকারি সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সির কথা উল্লেখ করে এমনটাই জানিয়েছে রয়টার্স। কী কারণে তার মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আউ ইয়াং লি-সিং তাইওয়ানের সেনার অধীনে থাকা চুং শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনলজির সহ-প্রধান ছিলেন। শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের একটি হোটেলের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আউ ইয়াং পেশাগত কাজে দক্ষিণ তাইওয়ানের পিংটুং প্রদেশে গিয়েছিলেন বলেও জানা গেছে। শনিবার তার ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করারও কথা ছিল। চীনের সাথে তাইওয়ানের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পর থেকেই ক্ষেপণাস্ত্র উৎপাদন বেশ কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাইপেই।

ঘটনাচক্রে শুক্রবার থেকে তাইওয়ান প্রণালীর পিংটুং এলাকার কাছেই আকাশ এবং নৌযুদ্ধের মহড়া দিতে শুরু করেছে চীন। তাইওয়ান থেকে চীনের সেই মহড়াস্থলের দূরত্ব ২০ কিলোমিটারেরও কম।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com