কবরের আজাব থেকে মুক্তির দোয়া

0

ব্যক্তি শেষ কাজটি যদি ভালো হয় তবে সে ব্যক্তির সব কাজই ভালো। প্রবাদই আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও সব সময় একটি দোয়া পড়তেন; যে দোয়ায় ছিল সব কাজের শেষে ভালো ও সুন্দর ফলাফল পাওয়ার আবেদন। সেই দোয়াটি কী?

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় শেষ কাজ ভালো, দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্তির জন্য এভাবে দোয়া করতেন-
اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِيْ الْأُمُورِ كُلِّهَا، وَأجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الآخِرَةِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহসিন আক্বিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আঝিরনা মিন খিযয়িদ দুনইয়া ওয়া আজাবিল আখিরাহ।’
অর্থ : ‘হে আল্লাহ! আমাদের সব কাজের শেষ ফল সুন্দর করুন এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্ত রাখুন।’ (মুসনাদে আহমদ)

দোয়াটিতে রয়েছে সুন্দর ঈমানি মৃত্যুর আকাঙ্ক্ষাও। আবার দুনিয়ার যাবতীয় কষ্ট-নির্যাতন ও লাঞ্ছনা থেকে মুক্তির আহ্বান। কবরের আজাব থেকে মুক্তির আবেদনও আছে দোয়াটিতে।

সুতরাং মুমিন ব্যক্তির উচিত, সব সময় এ দোয়া পড়ে দুনিয়া ও পরকালের কল্যাণে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। হাদিসের ওপর যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রতিটি কাজের শেষ ফল সুন্দর করতে সব সময় এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। এ দোয়ার বরকতে দুনিয়ার লাঞ্ছনা ও কবরের আজাব থেকে মুক্তির তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com