জনপ্রতিনিধি যে দলেরই হোক, ভালো কাজের স্বীকৃতি দিতে হবে: মন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধি যে দলেরই হোক না কেন, ভালো কাজের প্রশংসা তার করতে হবে। ভালো কাজের স্বীকৃতি না দেওয়ার কোনো কারণ নাই। কোনো জনপ্রতিনিধি যে দল থেকেই নির্বাচিত হোন না কেন, আপনারা দেশের জন্য, দেশের মানুষের জন্য ও স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাবেন।
মন্ত্রী বলেন, অন্য দল যারা করেন, তাদের সঙ্গে আওয়ামী লীগের দলীয় কোনো প্রতিনিধি কোনো প্রকার বিভেদে যাবেন না। যাওয়ার কোনো কারণও নেই।
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নেতা হয়েছি, মানুষের জন্য নেতা হয়েছি। মানুষের যত সমস্যা আছে, সেসব নিয়ে ভাবতে হবে। তা সমাধান করতে হবে। আমি মন্ত্রী আছি, আপনি কাউন্সিলর। কেউই তো সারাজীবন থাকব না। থাকবে আমাদের অর্জন। আপনি একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি। অনেক ভোটার আপনাকে ভোট দিয়েছে। কয়েকজন কাউন্সিলর মিলেই একটা সমাজকে পরিবর্তন করতে পারে।