ডেনমার্কে সন্দেহভাজন বন্দুক হামলাকারী ২৪ দিনের রিমান্ডে

0

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে সন্দেহভাজন হামলাকারীকে ২৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (৪ জুলাই) ডেনিশ পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে একটি সিটি কোর্টে নেওয়া হলে ২৪ দিনের রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

২২ বছর বয়সী ডেনিশ ওই তরুণ রোববার (৩ জুলাই) শপিংমলে বন্দুক নিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এরপর হত্যা মামলার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

টুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তাকে একটি বদ্ধ মানসিক ওয়ার্ডে রাখা হবে বলেও জানিয়েছে কোপেনহেগেনের পুলিশ।

এদিকে, ওই তরুণের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। রোববারের হামলায় ১৭ বছর বয়সী দুইজন ও ৪৭ বয়সী এক রুশ নাগরিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা স্থিতিশীল এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ডেনমার্কের পুলিশ প্রধান সোরেন থমাসেন বলেন, ওই তরুণের মানসিক সমস্যা ছিল। তবে তার আক্রমণের পেছনে কোনো ‘সন্ত্রাসী উদ্দেশ্য’ থাকার প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে, কোপেনহেগেনে গুলিতে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়।

সূত্র: রয়টার্স, সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com