বাকলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে একটি দেশীয় তৈরি টুটু বোর পিস্তলসহ চারজন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আটকরা হলো— কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ দীঘি কেসকিমুরা সর্দার বাড়ি গ্রামের মো. মুছার ছেলে মো. মামুন (২৪), ভোলার বোরহান উদ্দিন থানার উত্তর টকবি গ্রামের মো. আলমগীরের ছেলে এমরান হোসেন বাবলু (২২), বরিশালের মৃত আবদুল বারেকের ছেলে মো. রুবেল হোসেন ওরফে রুবেল (১৯) এবং চট্টগ্রামের বাঁশখালী থানার কাথরিয়া বাজার এলাকার করিমের বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে মো. বাদশা (২২)।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের ওয়াপদা গেইট সংলগ্ন একটি বাসা থেকে তাদের আটক করা হয়। তারা সবাই উঠতি বয়সী তরুণ। এলাকার কিশোর গ্যাং কর্মকাণ্ড চালানোর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তাদের কাছে থেকে পিস্তল, চাইনিজ কুড়াল ও কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।