শি জিনপিংয়ের সাথে ছবি তোলার পর করোনা পজিটিভ সংসদ সদস্য

0

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই সপ্তাহে হংকং সফরে আসার পর তার সাথে গ্রুপ ছবি তোলেন দেশটির একজন আইনপ্রণেতা। রোববার তিনি নিশ্চিত করেন, করোনাভাইরাস পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে।

করোনাভাইরাস আঘাত হানার পর প্রথমবারের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে কোনো জায়গায় সফরে এলেন দেশটির নেতা শি জিনপিং। ব্রিটেনের কাছ থেকে হংকং হস্তান্তরের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে তার এই সফর।

হংকংয়ের সর্ববৃহৎ বেইজিংপন্থী রাজনৈতিক দলের নেতা স্টিভেন হো (৪২) শহরের রবার স্ট্যাম্প লেজিস্লেচারের অন্যতম সদস্য। বৃহস্পতিবার বিকেলে তিনিসহ মোট ১০০ কর্মকর্তা শির কাছাকাছি থেকে গ্রুপ ছবি তোলার কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পান।

শির সফর চলাকালে ডিএবি দলের দ্বিতীয় সদস্য হিসেবে হো করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

বেইজিংয়ের সংসদে হংকংয়ের একমাত্র প্রতিনিধি ট্যাম ইউ-চাংয়েরও বৃহস্পতিবার করোনা ধরা পড়ে। ফলে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com