‘কোনো ধর্মই দুর্নীতি সমর্থন করে না’

0

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, কোনো ধর্মই দুর্নীতি সমর্থন করে না। সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রও দুর্নীতি সমর্থন করে না।

তারপরও দুর্নীতি হচ্ছে।

রোববার (৩ জুলাই) সকালে দুদকের গোপালগঞ্জ কার‌্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিকে দমন ও নিয়ন্ত্রণ করার সবাই চেষ্টা করছি। দুর্নীতিকে দমন ও মুক্ত রাখা দরকার। কারণ দুর্নীতি থাকলে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পেতে বিলম্ব হবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, আমরা প্রতিরোধের কাজটা সঠিকভাবে করতে পারি, তবে দমনের কাজটা সহজ হয়ে যাবে।

প্রতিরোধ হলো- আমরা দুর্নীতি না করি, দুর্নীতি যেখানে হবে সেখানে
বন্ধ করা। প্রতিরোধ শুধু আইন দিয়ে হবে না, এটা ব্যক্তি ও পারিবারিক জীবনে অনুসরণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কার‌্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের বিভাগীয় কার‌্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন।

এর আগে, প্রধান অতিথি দুদক চেয়ারম্যান জেলা শহরের চাঁদমারী এলাকায় বেলুন ও পায়রা উ‌ড়ি‌য়ে দুদকের গোপালগঞ্জ জেলা কার‌্যালয়ের শুভ উদ্বোধন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com