মুন্সীগঞ্জের সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

0

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আরশাদ মোরল নামের এক অটোচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লালবাড়ি নামক স্থান থেকে অটোচালককে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আরশাদ মোরল টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মিনার চান মোড়লের ছেলে।

নিহতের ভাই নাছির উদ্দিন জানায়, শুক্রবার বিকেলে তার ভাই বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে স্থানীয় লোকজন উপজেলা সিরাজদিখান-ইছাপুরা সড়ক সংলগ্ন লালবাড়ি এলাকার জামাল উদ্দিনের জমিতে একটি গলা কাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর হক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.