ফুলগাজীতে বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা, ১৪৪ ধারা

0

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে খালেদা জিয়ার উপজেলায় বিএনপির প্রস্তুতি সভায় সরকার দলীয় নেতাদের হামলার পর রাতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপজেলায় ফেনীর ফুলগাজীর দৌলতপুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় নির্ধারিত ছিল। এ উপলক্ষে শুক্রবার বিকেলে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি। প্রস্তুতি সভা চলাকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় বিএনপির অন্তত ৩০ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।

হামলায় আহতরা হলেন- উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, নুরুল হুদ শাহিন, ফুলগাজী উপজেলা যুবদল নেতা আকবর হোসেন, মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতনসহ ফুলগাজী উপজেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রায় ৩০ নেতা-কমী আহত কয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল আরও বলেন, আহত নেতা-কর্মীরা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে চিকিৎসাধীন নেতা-কর্মীদের উপর ফের হামলা চালিয়ে নেতা-কর্মীদের স্বজন সহ আরও প্রায় ২০ জনকে মারাত্মকভাবে আহত করে। এসময় আওয়ামী লীগের ক্যাডাররা হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com