নীতির বিষয়ে জার্মানিকে চীনের হুঁশিয়ারী
জার্মানির পক্ষ থেকে চীনকে বাদ দিয়ে একটি বিকল্প বা অন্য বাণিজ্য অংশীদার অনুসন্ধানের যে নতুন কৌশল গ্রহণ করা হয়েছে তা চীনের নেতৃত্বকে বিরক্ত করেছে। এই বিষয়ে চীন হুঁশিয়াল করে বলেছে, জার্মানি যদি বাণিজ্য ইস্যুতে রাজনীতি করে, তাহলে তা চীনের সঙ্গে দেশটির অর্থনৈতিক সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলবে।
গত বছর নতুন জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন ওলাফ শলৎস। এরপরই বেইজিংয়ের সঙ্গে বার্লিনের সম্পর্কের পরিবর্তন দৃশ্যমান হয়। যদিও দায়িত্ব নেওয়ার শুরুর দিকে জার্মান চ্যান্সেলর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বিশ্বাসের চেতনায়’ জার্মানি চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করবে।
কিন্ত জার্মান সরকার চীনের সঙ্গে আপাতদৃষ্টিতে দেশটির সঙ্গে নীতি বদলানোর দিকে সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপ নিয়ে চীনের বিভ্রান্তি, শূন্য-কোভিড কৌশল এবং জিনজিয়াংয়ের উইগুর জনগণের ওপর নিপীড়ন বার্লিনকে দেশটির ওপর নীতি সংশোধন করতে বাধ্য করেছে।