পুতিনকে সংলাপের পথ অনুসরণের আহ্বান মোদির

0

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ সমাধানে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধসহ বেশ কিছু ইস্যুতে ফোনালাপের সময় পুতিনকে এ কথা বলেন তিনি। শুক্রবার (১ জুলাই) বিষয়টি জানিয়েছে ক্রেমলিন। খবর সংবাদমাধ্যম আল জাজিরার।

ফোনে মোদিকে পুতিন বলেন, শস্য, সার এবং জ্বালানির জন্য নির্ভরযোগ্য সরবরাহকারী এখনও রাশিয়া। প্রধানমন্ত্রী মোদির কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা ফোনে আলোচনা করেছেন তার মধ্যে বৈশ্বিক জ্বালানি এবং খাদ্য বাজারের পরিস্থিতি ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কৃষি পণ্য, সারের দ্বিপাক্ষিক বাণিজ্যকে কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে তারা মতবিনিময় করেছেন। নেতারা আন্তর্জাতিক জ্বালানি ও খাদ্য বাজারের অবস্থাসহ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

ইউক্রেন যুদ্ধের শুরুর পরও যুক্তরাষ্ট্রের নিষেধ অমান্য করে রাশিয়া থেকে কম দরে তেল কেনে ভারত। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com