জনগণের উন্নয়ন নয়, সুবিধাভোগী দুর্নীতিবাজদের উন্নয়ন হচ্ছে: মন্টু

0

সরকার উৎপাদনহীন খাতে বরাদ্দের নামে মহা লুটপাট করছে দাবি করে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, ‘উন্নয়নের যে কল্পকাহিনী সরকার শোনাচ্ছে এগুলো জনগণের উন্নয়ন নয়, সুবিধাভোগী দুর্নীতিবাজদের উন্নয়ন।’

শুক্রবার রাজধানীর রমনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্টু সরকারকে উদ্দেশ করে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দুঃশাসনের রাজত্ব কায়েম করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকে বহুদূর চলে গেছেন। পাকিস্তান আমলে ভোট-ভাতের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি আজ ৫০ বছর পরেও একইভাবে ভোটের অধিকার আদায়ে লড়াই করছি, বেঁচে থাকার জন্য লড়াই করছি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ কোটার নামে তরুণ মেধাবীদের দেশের সেবা করা ও নেওয়া থেকে বঞ্চিত করছেন। এটা মুক্তিযুদ্ধের চেতনা নয়, মুক্তিযুদ্ধের চেতনা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মাধ্যমে কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’

গণফোরাম সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘পাকিস্তানিরা দেশকে মেধা শূন্য করতে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সেভাবেই বর্তমানে দেশ যাতে মেধাবীদের কর্তৃক পরিচালিত না হয় সে জন্য হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। মানবিক মূল্যবোধ নষ্ট করতে আপনি সফল হয়েছেন তার প্রমাণ শিক্ষকেরা নিজ ছাত্র ও অন্যান্য সন্ত্রাসী বাহিনীর নিকট লাঞ্ছিত হচ্ছেন আর এর অন্যতম কারণ রাষ্ট্রের বিচারহীনতা।’

সম্মেলনে বক্তব্য দেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব জনাব মো. তাজুল ইসলাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com