পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি প্রমাণ করতে পারলে ধন্যবাদ জানাবো: গয়েশ্বর
বিএনপি মানুষের পাশে আছে, থাকবে জানিয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ মানুষের জন্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষের জন্য নয়। তারা লুটপাটকারী, মুদ্রা পাচারকারী, নারী ধর্ষণকারীদের জন্য।
শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বন্যাদুর্গত মানুষের আর্তনাদ, সরকারের লোক দেখানো ত্রাণ তৎপরতা’ শীর্ষক এ সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, শেখ হাসিনার ভেল্কিবাজির দিন শেষ। তার আর ভেল্কিবাজির সুযোগ নাই। এই সরকারের অধীনে নির্বাচন নয়, এ সরকার থাকবে না, থাকতে পারে না। এ জায়গায় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে।
পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, ‘যদি এই সেতু নির্মাণের সঙ্গে দুর্নীতি না থাকত, তাহলে আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারতাম। যে প্রকল্পে দুর্নীতি হয়েছে, সেই প্রকল্পের জন্য আমরা ধন্যবাদ দিতে পারি না। দুর্নীতি হয় নাই প্রমাণ করতে পারলে সেদিন আমরা ধন্যবাদ জানাবো।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।