ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বসছে ইরানসহ কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো

0

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রইসি বলেছেন, বিদেশী হস্তক্ষেপ ঠেকানোর উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো।

তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদের উদ্দেশে রওয়ানা দেয়ার আগে তিনি বুধবার সকালে সাংবাদিকদের এ কথা জানান।

কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর সরকারপ্রধানদের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আশখাবাদে।

প্রেসিডেন্ট রইসি বলেন, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলো ছাড়াও এ অঞ্চলের সব দেশের মধ্যে পরিবহন, ক্যাস্পিয়ান সাগরের সম্পদ ব্যবস্থাপনা এবং এ অঞ্চলে বিদেশীদের উপস্থিতির বিরুদ্ধে সহযোগিতা প্রতিষ্ঠা খুবই জরুরি।

শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট রইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাদা বৈঠক করবেন বলে কথা রয়েছে। গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্ট রইসি ক্ষমতায় আসার পর এ নিয়ে তিনি পুতিনের সাথে দ্বিতীয় দফা বৈঠক করবেন।

পুতিনের সাথে বৈঠক করা ছাড়াও তুর্কমেনিস্তান, কাজাখস্তান ও আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে তিনি বৈঠক করবেন।

এদিকে, কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে মঙ্গলবার সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কৌশল খুঁজে বের করতে ইরান সবসময় সমর্থন দিয়ে আসছে।

সূত্র : পার্সটুডে

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com