শ্রীলঙ্কার স্বাস্থ্যকর্মীদের ২ দিনের ধর্মঘট ঘোষণা
দুই দিনের ধর্মঘট ঘোষণা করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার স্থানীয় ডেইলি মিরর এ খবর জানিয়েছে।
জনস্বাস্থ্য পরিদর্শক ইউনিয়নের সভাপতি উপুল রোহানা বলেন, জ্বালানির অপ্রতুলতার কারণে বেশ কয়েকটি স্বাস্থ্য ইউনিয়ন দুই দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।
এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের জন্য জ্বালানি ভাতা হলো ১২০০ টাকা। এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান পাইনি।
তাই পিএইচআই, মিডওয়াইফ, ইসিজি এবং ইইজি টেকনিশিয়ান এবং আরো অনেক কর্মীরা দুই দিন কাজ করবেন না।