আবারও করোনায় আক্রান্ত মোয়াজ্জেম হোসেন আলাল
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বনানীর প্রভা হেলথ সেন্টারে করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। রিপোর্টে করোনা পজিটিভ আসে।
এ বিষয়ে আলাল জানান, নিয়মিত চিকিৎসা নিতে ১৩ জুন ভারত যাচ্ছিলেন। তবে তাকে যেতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল।
মঙ্গলবার (২৮ জুন) উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে আবার ভারতে যাওয়ার প্রাক্কালে পরীক্ষা করতে গেলে তার করোনা ধরা পড়ে।