আওয়ামী লীগ রাষ্ট্র ও গণতন্ত্রের নাট-বল্টু খুলে ফেলেছে: প্রিন্স

0

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ও গণতন্ত্রের নাট-বল্টু খুলে ফেলেছে। জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকতে  রাষ্ট্রেরে গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। রাষ্ট্রের মালিক জনগণ আজ আওয়ামী দুঃশাসনে  অসহায়,নিপীড়িত, নিগৃহিত এবং অধিকারহারা। মানবেতর জীবনযাপন করছে। কিন্তু সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না।

আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের সম্মেলন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির দাবীতে ধুরাইল বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুরাইল দাখিল মাদ্রাসায় সম্মেলন ও সমাবেশের সামিয়ানাসহ আয়োজন থাকলেও প্রশাসন ও আওয়ামী লীগের বাধার কারণে নির্ধারিত স্থানে অনুষ্ঠান করা যায় নাই।উদ্ভূত পরিস্থিতিতে ধুরাইল বাজারে উন্মুক্ত স্থানে সম্মেলন ও সমাবেশ সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করা হয়।

সম্মেলনের পর ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিনের সভাপতিত্বে ধুরাইল বাজারে অনুষ্ঠিত সমাবেশে এমরান সালেহ প্রিন্স বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশী রায় বাতিলের করে বলেন, সরকার তাঁকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, সকল প্রতিষ্ঠান ধ্বংস ও ভোটাধিকার হরণ করে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, বন্যার্ত মানুষ খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com