মানুষ মানুষের জন্য হলেও আওয়ামী লীগ সরকার কখনো মানুষের জন্য নয়: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি জনগণের দল আর ক্ষমতাসীন আওয়ামী লীগ হচ্ছে জাতীয় সম্পদ লুটপাটের দল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষ মানুষের জন্য। অতএব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কী করল, সেটা আমাদের বিবেচনার বিষয় নয়। আমাদের ভাবনার বিষয় হচ্ছে জনগণের দল হিসেবে বিএনপি অসহায় মানুষের জন্য আমরা কী করতে পারলাম।’
গয়েশ্বর অভিযোগ করে বলেন, ‘মানুষ মানুষের জন্য হলেও আওয়ামী লীগ সরকার কখনো মানুষের জন্য নয়। এরা দানবের জন্য, লুটপাট, নারী ধর্ষণ ও পাচার, মূদ্রা পাচারকারীদের জন্য। এই আওয়ামী লীগ সরকার হচ্ছে নানা গুণে গুণান্বিত। জাতীয় সম্পদ লুটপাটে এদের জুড়ি নেই।’
পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, পদ্মা সেতু হয়েছে জনগণের টাকায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের ভাবখানা এমন যেন তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সেতু করা হয়েছে। এই সেতুর উদ্বোধনের জন্য শত কোটি টাকা ব্যয় করা হয়েছে। অথচ, বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যা দূর্গত অসহায় মানুষের পাশে সরকার নেই।’
সিলেট বাসীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, প্রতিদিনই আদালতে হাজিরা দিতে হয়। তারপরও আমরা আপনাদের মাঝে বারবার আসব। আপনাদের বিপদ দেখলেই আসব। দেশবাসীকে বলব, আপনারাও বানভাসি মানুষের পাশে দাঁড়ান।’
এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, এই সরকারের জনগণের জন্য কোনো দায়বদ্ধতা নেই।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ‘ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে দেশে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে না। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না- এটা আমরা নিশ্চিত। তবে, দেশে কোনোদিন যদি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হয়, সেখানে যদি জনগণ ভোট দিতে পারে – এমন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ভবিষ্যতে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত ভোটে জনগণের যে সরকার আসবে সেই সরকার সিলেটের বন্যা মোকাবিলায় অর্থাৎ যাতে বারবার সিলেটকে বন্যার কবলে পড়তে না হয় সেই পরিকল্পনা করবে। এবং তা বাস্তবায়ন করবে।’