ত্রাণ বিতরণের সময় বন্যাদুর্গতদের থাপ্পড় দিলেন ইউপি চেয়ারম্যান

0

নেত্রকোনার মোহনগঞ্জে ত্রাণ নেয়ার সময় ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন বন্যাদুর্গতরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সকালে ওই ইউনিয়নে বন্যার্তদের মাঝে আট কেজি করে চাল দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে গেলে এক নারী ও এক যুবককে সবার সামনে চড়-থাপ্পড় মারেন আবু বক্কর সিদ্দিক। একই সময়ে গালমন্দ করে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি ত্রাণ নেয়ার জন্য আমাদের সেখানে ডাকা হয়েছে। ত্রাণ না দিলে আমাদের বললেই হতো। সবার সামনে থাপ্পড় দিয়ে আমাদের অপমান করা হয়েছে। আমরা এর বিচার চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com