সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যা: জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা?
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জসহ বন্যাকবলিত জেলাগুলোতে আগামী কয়েকদিন পানি কমা অব্যাহত থাকবে, জানিয়েছে বন্যা পূর্বাভাসও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। অতিবৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার ভয়াবহ বন্যায় আক্রান্ত সিলেট ও সুনামগঞ্জ।
আকস্মিক বন্যায় পানিতে তলিয়ে সুনামগঞ্জ জেলা শহর সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সিলেট নগরীরও রেল ও মহাসড়ক পানিতে ডুবে গিয়েছিল। সিলেটের সাথে সারাদেশের বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সিলেটের মানুষ গত কয়েকযুগে এত ভয়াবহ বন্যা দেখেন নি বলে জানান।
একদফা বন্যার পর পরিস্থিতি সামলে উঠতে না উঠতেই এই অস্বাভাবিক বন্যা তাদের মোকাবেলা করতে হয়। সেজন্য এ ধরনের পরিস্থিতির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে চলছে নানা আলোচনা। একইসাথে নদীতে নাব্যতার অভাব ও অবৈধ দখল এসব বিষয় আলোচনায় আসছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় এবার বন্যা ভয়ংকর রূপ নিয়েছিল।
অতিবৃষ্টি ও ভারতের উজানের পানি
সিলেট থেকে নাগরিক অধিকার নিয়ে আন্দোলনকারীদের অন্যতম শাহ শাহেদা বেলা বলেন, ভারতের চেরাপুঞ্জী এলাকার অতিবৃষ্টির পানি এসে সিলেট অঞ্চলে অল্প সময়েই বন্যা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। অতিমাত্রার বৃষ্টির পানি ধারণ করার ক্ষমতা সেখানে হাওর ও নদীগুলোর নেই। আর সেজন্য তিনি হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও নদী দখল বা খনন না করা-এসব বিষয়কে কারণ হিসাবে দেখেন।
তিনি বলেন, ‘সিলেট অঞ্চলে নদীগুলো দীর্ঘদিন খনন করা হয়নি। হাওরগুলোতে ফসল রক্ষার নামে প্রতিবছর অপরিকল্পিতভাবে বাঁধ দেয়া হচ্ছে। এছাড়া হাওর, জলাশয় ও নদীর অবৈধ দখল চলছে। সুতরাং এগুলোই আমাদের মূল সমস্যা।
উজানে ভারতের মেঘালয় ও আসামে অতিমাত্রায় বৃষ্টি হলে সেই পানি সিলেট অঞ্চলে হাওরগুলোতে আসে ও হাওর থেকে সুরমা ও কুশিয়ারা নদী দিয়ে বেরিয়ে যায়। সিলেটের স্থানীয়রা মনে করেন, হাওরগুলোতে ফসল রক্ষার জন্য অপরিকল্পিত বাঁধ সমস্যা সৃষ্টি করছে। এছাড়া অবৈধ দখলের কারণে সুরমা এবং কুশিয়ারা নদী দু’টিও সরু হয়ে গেছে। আর খনন না করায় নদীগুলো নাব্যতা হারিয়েছে। এই বিষয়গুলোকেই বড় কারণ হিসাবে দেখা হচ্ছে স্থানীয়ভাবে।
বড় কারণ জলবায়ু পরিবর্তন
তবে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের বিষয়কে বড় কারণ হিসাবে চিহ্নিত করেন। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোস্তাক আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই সিলেট সুনামগঞ্জে বন্যার ব্যাপকতা বাড়ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের সিলেট অঞ্চলে ব্যাপকভাবে গাছ ও পাহাড় কাটা হচ্ছে। পাহাড়গুলো কিন্তু পানি শোষণ করতে পারতো। পাহাড় কাটার কারণে পানিশোষণ করতে পারছে না। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা নামের একটি সংগঠন এবার সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যার পেছনে তিনটি কারণ চিহ্নিত করেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফ জামিল বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া নদী দখলের পাশাপাশি হাওরগুলোতে যেখানে সেখানে বাঁধ, রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট নির্মাণ করা হয়েছে। এসবই তারা বড় কারণ হিসাবে পেয়েছেন।
হাওরগুলোতে অপরিকল্পিতভাবে বাঁধ ও রাস্তা-ঘাট নির্মাণ, নদী খনন না করা এবং অবৈধ দখল-এসব সমস্যা যে রয়েছে, তা সরকারের সংশ্লিষ্ট দফতরগুলো স্বীকার করছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দাবি করেছেন, নদী খনন বা অবৈধ দখলসহ দেশের ভেতরে সমস্যাগুলো সমাধানে সরকার বড় পরিকল্পনা নিয়েছে। সুরমা এবং কুশিয়ারাসহ সারাদেশের নদীগুলো খননের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
তিনি আরো বলেন, নদী খননের কাজ অত্যন্ত ব্যয়বহুল। নদীগুলোতে প্রতিবছর ব্যাপক পলি জমে। ফলে প্রতি বছর খনন করলেও পলি জমে সমস্যা সৃষ্টি করবে। এরপরও সরকার নদী খননের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবেই বার বার বন্যা
এবারের ভয়াবহ বন্যার জন্য সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই বড় কারণ হিসাবে বলা হচ্ছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জলবায়ু পরিবর্তনেই অস্বাভাবিক বৃষ্টিতে বন্যা ভয়াবহ রূপ নিয়েছিল। ভাটির দেশ বা নদীমাতৃক দেশ হিসাবে আমরা বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের প্রভাবের বড় ভিক্টিম। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের দায় মূলত উন্নত দেশগুলোর। এর প্রভাব পড়বে বাংলাদেশের মতো এমন দেশগুলোর বক্তব্য বিশ্ব কতটা গুরুত্ব দিচ্ছে, সে প্রশ্ন রয়েছে। সে কারণে নদী খননসহ নিজেদের সমস্যাগুলোতে কার্যকর পদক্ষেপ নিলে বন্যার ভয়াবহতা কমাতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র : বিবিসি