সেই অভিযোগ নিয়ে যা বললেন ইমরান খান

0

বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ-এনের নেতা খুররাম দস্তগির বলেছেন ইমরান খান তার পছন্দ অনুযায়ী সেনাপ্রধান নির্বাচন করতে চেয়েছিলেন।

আগামী নভেম্বরে পাকিস্তানে নিয়োগ দেওয়া হবে নতুন সেনাপ্রধান।

তবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, তিনি কখনো নিজের পছন্দ ব্যক্তিকে সেনাবাহিনীর প্রধান বানানোর চিন্তাও করেননি।

ইসলামাবাদে একটি অনুষ্ঠানে ইমরান বলেছেন, আল্লাহ আমার স্বাক্ষী। আমি কখনো চিন্তাও করিনি নভেম্বরে কে (নতুন) সেনাপ্রধান হবে। ইমরান খানের নিজের সেনাপ্রধান নির্বাচন করার কোনো প্রয়োজন নেই।

মুসলিম লিগের নেতা খুররাম দস্তগিরের এমন দাবি প্রত্যাখান করে ইমরান বলেন, খুররাম বলেছেন আমি নাকি আমার পছন্দের সেনাপ্রধানকে আনতে চেয়েছিলাম। কিন্তু কে পরবর্তী সেনাপ্রধান হবে সেটি নিয়ে আমি ভাবিওনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মেধার ভিত্তিতে সেনাপ্রধান নির্বাচন করব।

ইমরান খান আরও বলেন, মুসলিম লিগ-এন এবং পিপির নেতারা ভয়ে ছিল যদি আমি লেফটেনেন্ট জেনারেল ফাইজ হামিদকে পরবর্তী সেনাপ্রধানের পদে আনতাম তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যত ধ্বংস হয়ে যেত।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com