আরও হাউইটজার ধ্বংস করার দাবি রাশিয়ার

0

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পাঠানো অত্যাধুনিক কামান হাউইটজার ধ্বংস করেছে তাদের সেনারা।

হাউইটজারগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার পর সেগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হয়েছে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বুধবার প্রকাশিত বিবৃতির সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা উচ্চক্ষমতাসম্পন্ন কামান ব্যবহার করে ‘যুক্তরাষ্ট্রে তৈরি ১৫৫-এমএম হাউইটজার ধ্বংস করেছে।’

এটি জানা যায়নি রাশিয়া ঠিক কতগুলো হাউইটজার ধ্বংস করেছে। তবে হাউইটজার ধ্বংস করার দাবি আগেও করেছে দেশটি।

বুধবার নতুন করে অত্যাধুনিক আরও কামান ধ্বংস করার দাবি করল তারা।

রাশিয়া এমন দাবি করার পর বিষয়টি জানতে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। তবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

সিএনএন রাশিয়ার এ দাবির সত্যতাও নিশ্চিত করতে পারেনি। তবে দুই পক্ষই যে ব্যপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এটি নিশ্চিত।

সূত্র: সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com