লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভে স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড

0

নোয়াখালীর চাটখিলে লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভে এক স্কুলছাত্রীর (১৩) বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন।

বুধবার (২২ জুন) উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়নে মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই স্কুলছাত্রীর সহপাঠীরা বিয়ের খবর শুনে লাল পতাকা হাতে নিয়ে বাল্যবিয়ে বন্ধের দাবিতে তার বাড়িতে বিক্ষোভ করে।

ইউএনও আরও জানান, এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার টাকা ও বর পক্ষকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না, মর্মে মুচলেকা দেন তার পরিবার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com