প্রথমবার আজান শোনার পরই আমি ইসলামের প্রতি আকৃষ্ট হই: ফরাসি নারী

0

আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন সামিয়া ভ্যালেরি নামের এক ফরাসি নারী। ২০২০ সালে ‘আল হিওয়ার’ নামের একটি আরবি টিভি চ্যানেলকে নিজের ইসলাম গ্রহণের বিষয়ে এক সাক্ষাৎকার দেন তিনি।

সাক্ষাৎকারে সামিয়া ভ্যালেরি বলেন, ‘আমি বিষণ্ণতায় ভুগছিলাম। জীবনের লক্ষ্য বুঝতে পারছিলাম না। চরম হতাশা আমাকে গ্রাস করে রেখেছিল। আমার কাছে সবকিছুই ছিল কিন্তু প্রশান্তি ছিল না।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে আমার বিয়ের ১০ বছর অতিবাহিত হলো। আমি ভেতরে ভেতরে অনুভব করলাম- এটাই আমার পৃথিবী না। এরমধ্যে আমার সন্তানেরা বড় হয়ে গেছে। তাই আমি পরিবারের সাথে পরামর্শ করে যুগোস্লাভিয়া সফরে বের হই।’

সামিয়া ভ্যালেরি বলেন, ‘যুগোস্লাভিয়া সফরে দেশটির একেবারে শেষ দিকে বসনিয়া ও হার্জেগোভিনায় যাই। এখানে এসেই জীবনে প্রথমবার আজানের ধ্বনি শুনতে পাই। আজানের সুমধুর ধ্বনি আমাকে দারুণভাবে প্রভাবিত করে। তবে আমি বুঝতে পারিনি- আসলে ব্যাপারটি কী?’

আজান শোনার পরই যে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন স্পষ্ট করেই জানালেন ভ্যালেরি। তিনি বললেন, ‘তবে এটি বুঝতে পারছিলাম যে, ওটা যাই হোক; সেটি যে আমাকে তার প্রতি আরো আকৃষ্ট করছে তা অনুভব করতে পারি। এরপর আমি ইসলামকে জানতে শুরু করি এবং বাস্তবিক ইসলামী জীবন সম্পর্কে বিস্তারিত ধারণা নিই। অতপর কিছু দিন বাদে ইস্তাম্বুলে গিয়ে ইসলামে দীক্ষিত হই।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com