তিস্তার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপরে

0

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তাপাড়ের লোকজন। সোমবার বিকেল ৩টা থেকে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল নূরুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার পর থেকে বাড়তে থাকে তিস্তার পানি। দুপুর ১২টায় বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ও বিকেল ৩টায় পানি বেড়ে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

তিস্তার পানি আকস্মিক বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে তিস্তাপাড়ের লোকজন। অনেকে অন্য জায়গায় সরে যেতে শুরু করেছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি চর প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো: আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরের নিচু এলাকার লোকজনকে অন্য জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com