আবারও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা

0

গত দেড় মাসে একের পর এক বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়। মে মাসে টেক্সাসের বন্দুক হামলায় ২৩ জনের মৃত্যু হয়। ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এবার তা দেশটির প্রশাসনের কেন্দ্র ওয়াশিংটন ডিসিতে। ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্টের বাসস্থান হোয়াইট হাউস থেকে দুই কিলোমিটার দূরে বলে জানা গেছে। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত এক কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ কয়েকজন সাধারণ নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১০টায় নর্থওয়েস্ট ওয়াশিংটনে একটি গানের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এক টুইটে ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগ লিখেছে, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষের গুলি লেগেছে। গুলি লেগেছে বেশ কয়েক জন পুলিশকর্মীরও।
আর ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। বন্দুক হামলায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এক পুলিশ অফিসার-সহ দু’জন সাধারণ নাগরিক আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।
আমেরিকার বন্দুক নীতি আরও কঠোর করার দাবি ওঠে। কিন্তু আমেরিকার আইনসভার সদস্যরা এ পর্যন্ত বন্দুক নীতি কঠোর করার সিদ্ধান্তে এক মত হতে পারেননি।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com