ব্যর্থ সরকার জুয়ার আশ্রয় নিয়েছে: ফখরুল

0

বিভিন্ন ক্লাবে জুয়ার আসর চলে—এমন অভিযোগে সাম্প্রতিক অভিযান নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সবকিছুতে ব্যর্থ হয়ে জুয়ার আশ্রয় নিয়েছে। দেশটা জুয়াড়িদের হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলা দলের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কয়েক দিন ধরে গণমাধ্যমের খবর দেখে মনে হচ্ছে, দেশটা জুয়াড়িদের দেশ হয়ে গেছে। বর্তমান সরকারকে জুয়াড়িদের সরকার বললে অপরাধ হবে কি না প্রশ্ন রেখে ফখরুল বলেন, সম্পূর্ণভাবে এখন জুয়াড়িদের মধ্যে পড়ে গেছে, জুয়ায় চলে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com