আন্দোলন সংগ্রাম ছাড়া উত্তরণের বিকল্প নেই: হাসান সরকার

0

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার যুব সমাজকে জেগে উঠার ডাক দিয়ে বলেন, খোদাদ্রোহীরা একত্র হয়ে দেশ চালাচ্ছে। আন্দোলন সংগ্রাম ছাড়া এর থেকে উত্তরণের বিকল্প নেই।

তিনি বলেন, হিংসা-বিদ্বেষ, ধোঁকাবাজি, মিথ্যা দিয়ে রাজনীতি হয় না। বাংলাদেশ জনগণের, কারো পৈতৃক সম্পত্তি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলেন তার পিতা বঙ্গবন্ধুও এ ভাষায় কথা বলতেন না।

বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা কর্তৃক হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন।

নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মাহবুবুল আলম শুক্কুর, জিএস সুরুজ আহমেদ, হুমায়ুম কবীর রাজু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, যুবদল নেতা এজিএস সাজেদুল ইসলাম, প্রভাষক বসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেন হাওলাদার, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিকে বিকালে জেলা বিএনপির উদ্যোগে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হুমায়ূন কবির খান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, শাহজাহান ফকির, সাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com