দেশের মানুষ আজকে শিকলবন্দি: ড. মোশারফ

0

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, দেশের মানুষ আজ দিশেহারা। বাংলাদেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে হাইব্রিড দেশ হিসেবে পরিচয় দিচ্ছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, দেশের মানুষ আজকে শিকলবন্দি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গণতন্ত্র নাই, মানুষের অধিকারও নাই। এই সকল কিছুর জন্য গায়ের জোরের সরকার দায়ি। বিএনপির নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে। আমাদের দাবি হবে, গায়ের জোরের সরকারের পদত্যাগ, দেশনেত্রীকে মুক্তি, গণতন্ত্র ও নিরপেক্ষ সরকার গঠন ও তারেক রহমানকে মামলা থেকে মুক্তি দিয়ে দেশে ফিরে আনার আন্দোলন।

তিনি আরও বলেন, এই গায়ের জোরের সরকার একটি গণহত্যা মামলায় তারেক রহমানকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বধায়ক সরকার, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে মুক্ত করে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিতে দাবিতে লালমনিরহাট থেকে গণআন্দোলন শুরু হলো। আপনারা গণআন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদেরই হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com