হাইকোর্ট মোড়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রদলের ৩০ এর অধিক নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে হাইকোর্ট মোড়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। পূর্বঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও দোয়েল চত্বরসহ ক্যাম্পাসের সব পয়েন্টে অবস্থান নেন। ছাত্রদল স্লোগান দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল মিছিল নিয়ে রাজধানীর দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষই ইট পাটকেল নিক্ষেপ করে।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন। অনেকের মাথা ফেটে গেছে। এছাড়া হাইকোর্ট প্রাঙ্গণে নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করা হয়েছে।
তিনি বলেন, আমরা এখনো সব নেতাকর্মীর তথ্য পাইনি।