মুন্সিগঞ্জে ছাত্রদলের সমাবেশে আওয়ামী পুলিশের লাঠিচার্জ

0

মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে পৌর শহরের সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদল নেতাকর্মীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রদলের আয়োজনে পৌর শহরের খালইস্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেন জেলাসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

মুন্সিগঞ্জে ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জের অভিযোগ

মিছিলটি শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকলে বাধা দেয় পুলিশ। একপর্যায় লাঠিচার্জের ঘটনা ঘটলে ছত্রভঙ্গ হয়ে পড়েন নেতাকর্মীরা।

লাঠিচার্জে আহত হন জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, কাউসার আহম্মেদ সিজন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহিদ খান উজ্জ্বলসহ বেশ কয়েকজন।

মুন্সিগঞ্জে ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জের অভিযোগ

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ অভিযোগ করে বলেন, ‘আমারা শান্তিপূর্ণভাবে মিছিল শেষে সমাবেশ করছিলাম। হঠাৎ পুলিশ লাঠিচার্জ শুরু করে। পদধারী সাতজনসহ আরও অনেকে আহত হয়েছেন। আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com