আমরা জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেব, বাংলাদেশকে আবারো স্বাধীন করব

0

কোনো বাধা বিপত্তি না মেনে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনে নগরবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘আমার বাবা শিখিয়েছে কোনো মানবসন্তান অন্য মানুষের কাছে মাথা নত করবে না। আল্লাহ তায়ালাকে ভয় করবে, এ ছাড়া দুনিয়াতে কোনো মানুষকে ভয় করবে না। আমরা কারো জমিদারি মানব না। জনগণকে সামনে নিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেব। আপনারা বিএনপি সমর্থিত সব কাউন্সিলরদের ভোট দেবেন। কারণ তারা আমাদের সঙ্গে সংগ্রামে যুক্ত। ইনশা আল্লাহ রাজপথে দেখা হবে। আপনাদের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত’।

শুক্রবার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনের শুরুতে রাজধানীর কদমতলী থানার ৬১নং ওয়ার্ডের দনিয়া বর্ণমালা স্কুলের সামনে তিনি এসব বলেন।

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে ইশরাক বলেন, ‘গত ১৩ বছর এই সরকার ক্ষমতায়, গত ৯ বছর তাদের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত হচ্ছে। আমি এই এলাকার দুর্দশার কথা জানতে পেরেছি, আমি নিজেও এই এলাকা ঘুরে দেখেছি, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে। আসার সময় দেখলাম বড় একটা নর্দমা। সেই নর্দমার মধ্যে দিয়ে ময়লা পচা আবর্জনা যুক্ত পানি বয়ে যাচ্ছে। তার ঠিক পাশেই ঘনবসতি। কাঁচা বাজার এবং অন্যান্য সামগ্রী, দোকানপাট রয়েছে। এই যে দূষিত পরিবেশ বিরাজমান এইটা পুরো ঢাকা শহরের চিত্র’।

তিনি বলেন, ‘আপনারা জানেন, বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় ঢাকা এক নম্বরে। আপনারা জানেন, বিশ্বের সবচেয়ে বায়ুদূষণের তালিকায় গত তিন দিন যাবৎ ঢাকার অবস্থান এক নম্বরে রয়েছে। নারী এবং শিশুদের জন্য সবচেয়ে অনিরাপদ শহরের একটি তালিকা হয়েছিল মাস দু-এক আগে, সেখানেও ঢাকার তালিকা এক নম্বরে রয়েছে’।

ইশরাক বলেন, ‘প্রাণপ্রিয় ঢাকা নগরীকে এ সরকারের আমলে তিলে তিলে ধ্বংস করা হয়েছে। তারা দেখাচ্ছে অনেক উন্নয়ন হয়েছে। খালি বলছে উন্নয়নের জোয়ার, কিন্তু বৃষ্টি আসলে আমরা দেখি এই এলাকায় পানির জোয়ারে রাস্তাঘাট ভেসে যায়। আপনারা খালি একটু চিন্তা করে দেখেন গত ১৩ বছরে এমন কোনো অপকর্ম নেই যে সেটা এ সরকার করেনি। শেয়ার মার্কেট লুট, বাংলাদেশ ব্যাংক লুট, ব্যাংকের ভল্ট থেকে সোনা লুট, সরকারি ব্যাংক লুট, ধর্ষণ, হত্যা, গুম, খুন, ভোটের অধিকার হরণ, জনগণের কথা বলার অধিকার হরণ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল এই বাংলাদেশের জন্য? এরা এমনই উন্নয়ন করে যে পদ্মা সেতুর একটা করে পিলার বসিয়ে হেডলাইন করে। এমন আজব উন্নয়ন আমরা দেখিনি। একটা করে স্প্যান বসায় আর উদ্বোধন করা হয়। এই ব্রিজ কবে খুলবে? কবে আমরা ব্যবহার করতে পারব? সেটা আমরা জানি না। এক টাকার জিনিস ২০ টাকা হয়েছে। জনগণের টাকার অপচয় করা হয়েছে। আর হাজার কোটি টাকা বিদেশে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডায় পাচার করা হয়েছে। এরা ২০০ টাকার বালিশ সাত হাজার টাকায় কিনেছে’।

ইশরাক আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রাজনীতি করে। আমরা কোনো পরিবারকেন্দ্রিক রাজনীতি করি না। আমরা জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেব, বাংলাদেশকে আবারো স্বাধীন করব। আগামী ৩০ তারিখে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। আপনারা কোনো বাধা বিপত্তি মানবেন না। আপনাদের সঙ্গে নিয়ে বিএনপি যে আন্দোলনের সূচনা করেছে ৩০ তারিখে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন’।

তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রথমে এই এলাকার জলাবদ্ধতা দূর করব। ঢাকা ওয়াসাকে সঙ্গে নিয়ে এলাকা আধুনিক ড্রেনেজ সিস্টেমের আওতায় নিয়ে আসব। বিশুদ্ধ পানির সঞ্চালনের জন্য ওয়াসার সঙ্গে বসে আমরা সেই সঞ্চালন লাইন প্রতিস্থাপন করব। ডেঙ্গুর বিষয়ে পুরো ঢাকার ওপর আমাদের একটা কার্যক্রম রয়েছে। এই এলাকা সেই একই কার্যক্রমের আওতায় আসবে। যথাসময়ে, যথাপরিমাণে, যথাযোগ্য মানের ওষুধ প্রয়োগ করে আমরা এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণের মাধ্যমে ডেঙ্গু মহামারি আকার ধারণের বিস্তার রোধ করব’।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন, তানভীর রবিনসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com