সন্ত্রাসবাদের ব্যাপারে সুইডেনের দৃঢ় পদক্ষেপ আশা করে তুরস্ক: এরদোয়ান

0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ফোনালাপে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনকে বলেছেন, আঙ্কারা সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে তার উদ্বেগের ব্যাপারে সুইডেনের দৃঢ় পদক্ষেপ আশা করে।

তুরস্ক বলেছে, সুইডেন এবং ফিনল্যান্ড জঙ্গি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সংশ্লিষ্ট লোকজন এবং ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের আশ্রয় দিচ্ছে। এই গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কে ২০১৬ সালের অভ্যুত্থান চেষ্টার অভিযোগ করে আসছে আঙ্কারা। শনিবার এই খবর প্রকাশ করেছে বিবিসি অনলাইন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে এরদোয়ান বলেন, ২০১৯ সালে সিরিয়া আক্রমণের ফলে তুরস্কের অস্ত্র রপ্তানির ওপর সুইডেন যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নেওয়া উচিত।

চলতি সপ্তাহের শুরুতে সুইডেন এবং ফিনল্যান্ড সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই অ্যান্ডারসনের সঙ্গে এরদোয়ানের আজকের এই ফোনালাপ।

তুরস্ক বলেছে দেশটি নর্ডিক ওই দুই দেশের ন্যাটোতে যোগদানের ব্যাপারে বিরোধিতা করবে। তবে আঙ্কারার অবস্থান ন্যাটোতে তাদের যোগাদানের ব্যাপারে কোনা বাধা তৈরি করবে না বলে পশ্চিমা নেতাদের ধারণা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com