পাকিস্তানে পিটিআই নেত্রী শিরিন মাজারি গ্রেফতার

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সিনিয়র নেত্রী ও সাবেক মানবাধিকারবিষয়ক মন্ত্রী শিরিন মাজারিকে রাজধানী ইসলামাবাদ থেকে পাঞ্জাবের দুর্নীতি দমন বিভাগ গ্রেফতার করেছে। তবে পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শরিফ অবিলম্বে তাকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন।

খবরে বলা হয়েছে, রাজনপুর জেলার একটি জমি দখল করার সাথে সংশ্লিষ্ট মামলায় মাজারিকে হেফাজতে নেয়া হয়েছে।
হামজা এক বিবৃতিতে বলেন, নারী হিসেবে শিরিন মাজারি সম্মান পাওয়ার যোগ্য। কোনো নারীকে গ্রেফতার করা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে খাপ খায় না। তবে তদন্তের কারণে গ্রেফতার অনিবার্য হয়ে ওঠলে আইনকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে।

তিনি বলেন, দুর্নীতি দমন সংস্থার যে ব্যক্তি মাজারিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া উচিত।

গত ১১ মার্চ মাজারির বিরুদ্ধে ওই মামলাটি হয়েছিল।

আমার মাকে অপহরণ করা হয়েছে
এদিকে মাজারির মেয়ে ইমান জয়নাব মাজারি-হাজির সাংবাদিকদের কাছে বলেছেন, তার মাকে পুরুষ পুলিশ কর্মকর্তারা প্রহার করে নিয়ে গেছে।

তিনি বলেন, তার মায়ের কিছু হলে তাদের কাউকে রেহাই দেয়া হবে না।

তিনি বলেন, তাদের পরিবারের কাউকে আগে না জানিয়েই এ গ্রেফতার চালানো হয়েছে। তিনি যেভাবে গ্রেফতার করা হয়েছে, সেটাকে ‘অপহরণ’ হিসেবে অভিহিত করেন।

তবে জিও নিউজ জানিয়েছে, তারা যে ফুটেজ পেয়েছে, তাতে দেখা গেছে, গ্রেফতারের সময় বেশ কয়েকজন নারী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। মাজারি গ্রেফতার প্রতিরোধ করতে চাইলে নারী পুলিশ সদস্যরা তাকে টেনে তার গাড়ি থেকে বের করে।
সূত্র : জিও নিউজ, নিউজ ইন্টারন্যাশনাল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com