‘দুই প্রার্থী নগরবাসীর মন জয় করেছে, এখন ভোট জয়ের অপেক্ষা’
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থীরা জনগণের মন জয় করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনে তারা জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জম্মদিন উপলক্ষে ‘জিসান নতুন তারা’ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে জিয়া সংস্কৃতি সংগঠন (জিসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএনপির মেয়রপ্রার্থীরা জয়ী হবে এমন আশা প্রকাশ করে খন্দকার মোশাররফ বলেন, আপনারা দেখছেন— আমাদের প্রার্থীরা নির্বাচনের জন্য যখন গণসংযোগ করতে যাচ্ছে, তখন সেটি জনস্রোতে পরিণত হচ্ছে। বর্তমান সরকারের ওপর মানুষ বিরক্ত ও ক্ষুব্ধ। তাই ধানের শীষে ভোট দেয়ার জন্য মানুষ আজ পাগল হয়ে যাচ্ছে। আমাদের দুই প্রার্থী জনগণের মন জয় করতে পেরেছে। এখন শুধু ভোটের জয়ের জন্য অপেক্ষা করছি।
তিনি বলেন, জনগণ ধানের শীষের পক্ষ নিয়েছে। তারা যদি ভোট দিতে পারে, তা হলে বিএনপিই জিতবে। বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে।
খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ ভোটের মাধ্যমে মুক্তি লাভ করতেই পারেন। বিএনপি ভোটে জয়লাভ করলে দেশ অনেক পরিবর্তন হতে পারে। বর্তমান দেশের জনগণ পরিবর্তন চায়। তাই আপনারা ধানের শীষের পক্ষে থাকুন।
জনগণ যখন ধানের শীষের পক্ষ নিচ্ছে, তখন নানাভাবে বাধা দিচ্ছে, প্রতিহত করছে যেন জণগণ ভোট দিতে না পারে। আশা করছি, জণগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, তা হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতে পারবে।
আবুল হাশেম রানার সভাপতিত্বে সংগঠনের সদস্য মো. আমিন, অ্যাডভোকেট সুমনাসহ অন্যরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে।