পশ্চিমতীরে ছাত্র সংসদ নির্বাচনে হামাস প্রার্থীদের বিপুল বিজয়

0

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের বীরজেইত বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় কাউন্সিলের ৫১টি আসনের মধ্যে হামাস সমর্থিত আল ওয়াফা ইসলামী জোট পেয়েছে ২৮টি আসন।

হামাস বলছে, বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন প্রমাণ করছে সব ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। খবর আরব নিউজের।

পশ্চিমতীরের এই বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হলো।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন সমর্থিত জোট পেয়েছে ১৮টি আসন। পশ্চিমতীরে দীর্ঘদিন ধরে ফাতাহ আন্দোলন সমর্থিত ছাত্র পরিষদ প্রাধান্য ছিল।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস তাদের সমর্থিত ছাত্রদের এই বিজয়ের প্রশংসা করে বলেছে, এর মাধ্যমে ফিলিস্তিনের সংখ্যাগরিষ্ঠ জনগণ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ফাতাহ আন্দোলনের আপসকামী অবস্থান প্রত্যাখ্যান করেছে।

তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ধারণাকেও প্রত্যাখ্যান করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com